ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে ৬ বোতল ভারতীয় মদসহ মনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ১০টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মনোয়ার দাতিয়াপাড়া গ্রামের আব্দুর নূরের ছেলে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, মনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে মনোয়ারকে জেলে পাঠানো হয়েছে।
- তাহিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ
- সিলেটের ১৯ আসনেই নৌকার জয় নিশ্চিত করতে চাই-নাদেল