মধ্যনগর সংবাদদাতা
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে মধ্যনগরে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউপি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই আয়োজন করে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি জেনারুল ইসলাম, কবি মঞ্জুর মোহম্মদ, কবি শাহান শাহ, কবি বকুল মাস্টার, কবি বিপ্লব সাহা, কবি হাজং শ্রী দশরথ চন্দ্র অধিকারী, কবি একেএম শাহজাহান কবির প্রমুখ।
এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক রাসেল আহমদ। আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক কাজল তালুকদার, শিক্ষক ও সংস্কৃতিকর্মী আব্দুল মান্নান, প্রভাষক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সাজেদা আহমদ, সাংবাদিক আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা