মধ্যনগরে বোরো ধানের রোগ
ও পোকার প্রতিকার বিষয়ক

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগরে চলতি রবি মৌসুমে বোরো ধানের রোগ ও পোকার প্রতিকার সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সার, বীজ, কীটনাশক ডিলার ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মধ্যনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। বক্তব্য দেন ধর্মপাশা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব।