মধ্যনগরে মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগর উপজেলায় ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের নিয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে তিনদিনের মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এতে চারটি ইউনিয়নের মোট ৫৬জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
এর আগে (১৪-১৬ ফেব্রুয়ারি) প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সে ট্রেইনার ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াসউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র ও এনআইএলজি’র রিসোর্সপার্সন আবুল আক্তার মোহম্মদ হাসেমী।