বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদী উর রহিম জাদিদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে রাজা পাড়া স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তন্মধ্যে পুষ্পস্তব অর্পণ, র্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, বাদাঘাট ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মোদক, স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, থানার অফিসার ইন চার্জ, আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।
- জেলায় শ্রেষ্ঠ জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপ
- জামালগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা