স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) এর একটি শাখা ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল বিয়াম ল্যাবরেটরী স্কুল সুনামগঞ্জ এর মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে। গত ৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জনাব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক অনুমতিপত্র স্কুলের প্রধান বরাবরে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ আগস্ট তৎকালীন বিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুনামগঞ্জের সন্তান ড. মোহাম্মদ সাদিক এর ঐকান্তিক প্রচেষ্টায় শহরের কাজীর পয়েন্টের সদর ভূমি অফিসের পাশে তৎকালীন জেলা প্রশাসক সাবের হোসেন বিয়াম ল্যাবরেটরী স্কুল, সুনামগঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৯ সালের ১৭ জানুয়ারি বিয়াম ফাউন্ডেশন’র মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন। শুরুতে প্লে ক্লাস থেকে শুরু হয়ে পরবর্তীতে ২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি তারিখে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি লাভ করে। ২০২০ সালের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সুনামগঞ্জের শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমানে অবস্থিত জায়গার ৫৬ শতাংশ ভূমি স্কুলের নিজস্ব নামে বন্দোবস্ত প্রদান করা হয়। এরপর ২০২০ সালের ২৩ ডিসেম্বর সাবেক জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরী স্কুল সুনামগঞ্জের সভাপতি মোহাম্মদ আবদুল আহাদ’র সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ও বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক বিয়াম ল্যাবরেটরী স্কুল সুনামগঞ্জ’র চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিয়াম ল্যাবরেটরী স্কুলের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান জানান, আমরা বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিবার খুবই আনন্দিত। ২০২২ সালের শুরুতেই এমন আনন্দের খবরে আমরা সুনামগঞ্জের বিয়াম পরিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুনামগঞ্জের গর্ব, মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান, স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় চিপ হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ মহোদয়ের প্রতি।
বিশেষভাবে আমরা বিয়াম পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলের প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি অভিভাবক হিসেবে ছায়া দিচ্ছেন আমাদের সুনামগঞ্জের গর্ব, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিয়াম ফাউন্ডেশন এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক স্যারের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ স্যারের প্রতি।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুব আলম স্যার (সদ্য সিনিয়র সচিব পদায়নকৃত), বিয়াম ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মিজানুর রহমান স্যার, জেলা প্রশাসক ও সম্মানিত সভাপতি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, সুনামগঞ্জ এর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব কাজী শাহ জাহান স্যার, উপসচিব আনোয়ারুল হক স্যার, সিলেট শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ড. রমা বিজয় সরকার স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জেলা প্রশাসন, স্থানীয় সিনিয়র সাংবাদিক বিটিভি জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি।
- বিশ্বম্ভরপুরে পিআইসি গঠনে সভা
- জগন্নাথপুরে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন