জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা সাহিত্য সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা ‘মাসিক উত্তর সুরমা’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার মঙ্গলকাটা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে মো. শাহনূর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর সুরমার সংসদের আহ্বায়ক ও মাসিক উত্তর সুরমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, সম্পাদকমন্ডলীর সভাপতি মো. কাজী মুমিনুল ইসলাম, নির্বাহী সম্পাদক এসআই শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি আবু হানিফ। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- জেলায় করোনায় শনাক্ত ১৯ জন
- ‘পাচ নম্বর সেক্টর: খেতাবপ্রাপ্ত যোদ্ধা’ গ্রন্থের মোড়ক উন্মোচন