মা ও মেয়েকে মারপিটের
ঘটনা নিস্পত্তি ১ লক্ষ ২৫
হাজার টাকায়!

স্টাফ রিপোর্টার, তাহিরপুর|| তাহিরপুরের পল্লীতে মা ও মেয়েকে উলঙ্গ করে মারপিটের ঘটনা ১ লক্ষ ২৫ হাজার টাকায় নিস্পত্তি করেছেন সালিশকারীরা। বুধবার বিকালে পৈন্ডুপ বাজারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদের সভাপতিত্বে সালিশ বৈঠকে সশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
পৈন্ডুপ গ্রামের ইউপি সদস্য জান্টু মিয়া জানান, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে পৈন্ডুপ গ্রামের সোনা মিয়ার স্ত্রীর সাবান নিয়ে যায় একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। এ ঘটনার কথা কাটিাকাটির জেরে এক পর্যায়ে দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা সোনা মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০) ও মেয়ে সামিয়া (২০) আক্তারকে শরীরের কাপড় খুলে অমানুষিকভাবে নির্যাতন ও মারপিট করে। নির্যাতনের পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতেও তারা বাঁধা দেয়। এক পর্যায়ে পাশ্ববর্তী শ্রীপুর গ্রামের আত্মীয় স্বজনরা বুধবার রাত ১১টায় পৈন্ডুপ গ্রামে গিয়ে তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় আহতদের অভিভাবক সোনা মিয়া বাদী হয়ে ৫ এপ্রিল শুক্রবার তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, পৈন্ডুপ বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি নিস্পত্তি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, মা ও মেয়ের দু’জনেরই মাথা তেতলে গিয়েছিল। ৭ দিন ধরে তারা হাসপাতালে ভর্তি রয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আহতের অভিভাবক সোনা মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে মামলা রেকর্ডভূক্ত হয়নি।