মেঘা-২ সিনেমায় বিশেষ চরিত্রে ছাতকের মিলন

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলাপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের বাসিন্দা মিলন সিংহ অভিনীত এবং ইন্দো-বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত লাভ স্টোরি মেঘা ২ মুক্তি পেয়েছে। ২৯ জানুয়ারি ভারতের আসাম গণেশঘুরী জ্যোতি চিত্রাবন প্রেক্ষাগৃহে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায়। সম্পূর্ণ লাভ স্টোরি নিয়ে নির্মিত সামাজিক এ চলচ্চিত্রটি ১০ ও ১১ ফেব্রয়ারি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমিতে প্রদর্শন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার পৃথক ৪টি স্থানে বড় পর্দায় চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। মিলন সিংহ ছাড়াও এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ও পরিচালক সিদ্ধার্থ সিংহ, চিত্র নায়িকা কিনুরি গগই, ভারতীয় অভিনতা নিরেন সিংহ (নিরঞ্জন), আড়িয়ান সিনহা ও রতœা সিনহা। চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পী লাভলী সিনহা।
২৯ জানুয়ারি রিলিজ অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটেছে বলে জানা গেছে। মণিপুরী ভাষায় নির্মিত মেঘা-টু চলচ্চিত্র রিলিজ অনুষ্ঠানে মণিপুরী পরিচালক ও অভিনেতাসহ আসামী ফিল্ম নির্মাতাগণ উপস্থিত ছিলেন। স্ব-পরিবারে দেখার মতো এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকে ভারতের কয়েকটি রাজ্যে ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করেছে। ১০ ও ১১ ফেব্রয়ারি কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে প্রতিদিন বেলা ১১টা, ২টা, ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিনত হবে। এদিকে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছেন ছবির হিরো সিদ্ধার্থ সিংহ।