জামালগঞ্জ প্রতিনিধি
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাচনা বাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।
সভায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ইউপি সদস্য মো. জালাল মিয়া, শাহজাহান সিরাজ, মো. মমিন মিয়া, মিনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মহসিন কবির প্রমুখ।
নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ফাবিহা মুনিয়াত পন্নি। উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অর্পনা পাল চৌধুরী, পুস্পিতা সরকার, জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহির লাবিব ও নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষাথী ফাতিহা তানবিন।
- জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
- ‘হৃদয়ে জাগে একাত্তর’ বইয়ের মোড়ক উন্মোচন