যাকাত ও সাওমের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের উদ্যোগে যাকাত ও সাওমের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পানসী রেস্টুরেন্টে হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জমিয়তের সভাপতি হযরত মাওলানা শায়েখ আব্দুল ওয়াহ্হাব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুল বছির, মাওলানা মোস্তাক আহমেদ,
জেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান চৌধুরী, মাওলানা রফিক আহমেদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, ইমাম- মোয়াজ্জেম পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মজিবুর রহমান, ওয়েজখালি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী,আন্জুমানে হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান হাকিমী,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এটিএম হেলাল প্রমুখ। আলোচনা সভার আগে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন, মুফতি মাওলানা আব্দুল মালিক তোহা।