লন্ডনে বিএনপি নেই আছে জঙ্গীবাদ

স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বললেন, যুক্তরাজ্যে বিএনপি নামের কোন সংগঠন আগেও ছিল না, এখনো নেই, ওখানে যেটি আছে, সেটি জঙ্গীবাদ। আর বাংলাদেশ থেকে লুটে নেওয়া হাজার হাজার কোটি টাকার কারখানা। তারেক রহমান এখনো যুক্তরাজ্য আওয়ামী লীগের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন নি। আলতাব আলী পার্ক, ব্রিকলেন বা লন্ডনের ঐতিহাসিক কোন স্থানে তারেক রহমান এখনো সমাবেশ করতে পারেন নি। তারা লুকিয়ে লুকিয়ে বাংলাদেশের উন্নয়ন যাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপচেষ্টা করে।
যুক্তরাজ্যের শক্তিশালী আওয়ামী লীগ তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে আ.লীগ নেতা ফারুক বলেন, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিএনপি ও তারেক রহমান লবিষ্ট নিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন যাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। যুক্তরাজ্য আওয়ামী লীগ এতটাই শক্তিশালী, তাঁদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষমতা রাখে।
বুধবার সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে লড়ার আকাঙ্খা ব্যক্ত করে যুক্তরাজ্যে আওয়ামী লীগের এই নেতা গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, এর আগের জাতীয় নির্বাচনেই তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। পরে বর্তমান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ওখানে নির্বাচন করেন। এবার তাঁর (ফারুকের) সময় এসেছে, তাঁকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সততা ও নিষ্টার সঙ্গে লড়ছেন তিনি। তৃণমূল কর্মীরা আগামী জাতীয় নির্বাচনে গুরুত্ব পাবে জানিয়ে তিনি বললেন, সুনামগঞ্জের অনেক এমপি আছেন, যারা হঠাৎ আওয়ামী লীগ হয়েছেন। তিনি নিজেকে হঠাৎ আওয়ামী লীগার নয় বলেও মন্তব্য করেন।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক অবশ্য বলেছেন, মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য অতিতের মতোই সকল প্রচেষ্টা থাকবে তাঁর।