স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়।
সভায় সদস্যরা সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, সমাজের অনেক আলোকিত মানুষ এই পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বই পড়ে সমাজের উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত আছেন। প্রত্যেক জেলায় সরকারি গণগন্থাগার থাকলেও পাবলিক লাইব্রেরি অনেক জেলায় নেই। এই পাঠাগারের মাধ্যমে নতুন প্রজন্ম চিন্তায় চেতনায় সমৃদ্ধ হচ্ছে। লাইব্রেরিতে আসলে মনের বিকাশ ঘটবে।
এছাড়াও বক্তারা বলেন, লাইব্রেরিকে আরো আধুনিক করে গড়ে তুলতে হবে। পুরুষের পাশাপাশি নারীদেরও লাইব্রেরিতে এসে বই পড়ার ব্যবস্থা করার জন্য উদ্যোগে নিতে হবে।
সাধারণ সভায় বিকাল থেকেই পাঠাগার চত্ত্বরে চলে সদস্যদের আড্ডা। রাখা হয় ছবি তোলার ব্যবস্থাও। সেখানে সদস্যদের গ্রুপ ছবি তুলতে দেখা গেছে সদস্যদের। ছিলো কফি ও পিঠার আয়োজন। টোকেনের মাধ্যমে সদস্যরা নির্দিষ্ট জায়গা থেকে পিঠা ও কফি সংগ্রহ করেছেন।
- এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
- ৩০০০ টাকা জরিমানা আদায়