স্টাফ রিপোর্টার
মোবাইলে মোবাইলে ঘুরছে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের ভূয়া তথ্য। আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করে গড়ে তোলার জন্য এবছর প্রায় ১০ লক্ষ ল্যাপটপ বিনামূল্যে বিতরণ করা হবে প্রতারণামূলক এই তথ্যটি না বুঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করছেন। যা সম্পূর্ণ ভূয়া ও গুজব বলে জানিয়েছে প্রশাসন।
শেয়ারকৃত স্ট্যাটাসটিতে লেখা আছে, স্টুডেন্টস ল্যাপটপ স্কিম ২০২৩ এর জন্য আবেদনে সেই সমস্ত ছাত্রদের জন্য উন্মুক্ত, যারা আর্থিক কারণে তাদের নিজস্ব একটি ল্যাপটপ কেনার অবস্থায় নেই এবং তাদের শিক্ষার স্তরে ল্যাপটপের প্রয়োজন। ২০২৩ সালে সালে ৯ লক্ষ ৬০ হাজারের বেশি শিক্ষার্থীকে তাদের শেখার উন্নতির জন্য বিনামূল্যে ল্যাপটপ দেয়া হবে। ল্যাপটপ আবেদন শুরু হয়েছে এবং যেসব শিক্ষার্থী আবেদন করেছে তারা ইতিমধ্যে ল্যাপটপ পেতে শুরু করেছে। সাথে একটি গুগল ফরমও যুক্ত করা আছে।
এরকম গুগল ফরম যে কেউ তৈরি করতে পারে। যেখানে তথ্য দিলে খুব সহজেই আপনার তথ্য অন্যের কাছে চলে যাবে।
গুগল ফরমটি ভালো করে লক্ষ করেই দেখা যাবে এটি একটি প্রতারণামূলক ফরম। যেখানে কোনো প্রতিষ্ঠান বা কোনো ঠিকানা নেই। কে দিচ্ছে, কারা দিচ্ছে যার কোনো তথ্য দেয়া নেই। যোগাযোগ করার জন্য মোবাইল বা টেলিফোন নাম¦ারও নেই। যা কয়েকদিন পর পরই আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লক্ষ করি। ফরমটিতে ৪ টি নির্দেশনা দেয়া আছে। যার মধ্যে অন্যতম একটি প্রতারণামূলক কথা হচ্ছে, এই তথ্যটি ১৫ জন এবং ৫টি গ্রুপে শেয়ার করতে হবে। এমন শর্ত কখনো কোনো প্রতিষ্ঠান দেয় না।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল করিম বললেন, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এটি সম্পূর্ণ ভুয়া ও গুজব। এরকম প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকতে হবে।