বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শক্তিয়ারখলা বাজারে চান্দিনা (একসনা) দোকান ঘর লাইসেন্সের চুক্তিনামা আনুষ্ঠানিক ভাবে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারে ১২৯ জন ব্যবসায়ী কে বাজারের চান্দিনা ভিটি (একসনা) দোকান ঘর লাইসেন্সের চুক্তিনামা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাজী আব্দুল বাসেত, সহ-সভাপতি কাশেম নুর, সাধারণ সম্পাদক মাওলানা জহুর উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাদপড়া অন্যান্য ব্যবসায়ীদের বাজার ভীট বন্দোবস্ত প্রদান সহ বাজার উন্নয়নে ড্রেন নির্মাণ ও পয়েন্টে গোল চত্বর নির্মাণ জন্য দাবি জানানো হয়। উপজেলা নির্বাহি অফিসার উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নে আশ্বস্ত করেন।