শতকণ্ঠে প্রতিবাদী মিছিল করে একুশ উদযাপন

স্টাফ রিপোর্টার
‘আজ মিছিলে বন্যা হবে, এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল’ এমন সব প্রতিবাদী কবিতা উচ্চারিত হচ্ছিল শতকণ্ঠে। শহরের ভিড়ে ঠাসা গলিগুলো দিয়ে মিছিল যাবার সময় দুইপাশে দাড়িয়ে শুনছিলেন অনেকে। একুশের বিকেলে সুনামগঞ্জ শহরে ছিল এমন দৃশ্য।
সুনামগঞ্জের শিশু সংগঠন “সত্যশব্দ” ও “সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার” এর আয়োজনে প্রতি বছরের মত এ বছরও শহরের ডিএসরোড, কমরেড বরুণ রায় সড়ক, বীর মুক্তিযোদ্ধা হোসেন বখ্ত চত্বর ও মমিনুল মউজদীন সড়ক দিয়ে যাওয়া মিছিল সকলের নজড়কাড়ে।
বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এই কবিতা মিছিলে প্রায় দুই শতাধিক শিশু ও নানা বয়সী নারী পুরুষ অংশ নেন। মিছিল টি আলফাত স্কয়ার, হোসেন বখত চত্বর হয়ে আবার শহিদ মিনারে ফিরে আসে।
পথে পথে কবিতণ্ঠে ইস্তেকবাল হোসেন, সলিল চৌধুরী ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা স্লোগানের মত উচ্চারণ করেন ক্ষুদে কবি, তরুণ ও মধ্যবয়সী কবিতা প্রেমিকরা।
সত্যশব্দের পরিচালক কবি দেবাশীষ শুভ্র ও প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা (প্রশাসন) মাহফুজ আলম বললেন, গেল তিন বছর হয় একুশে ফেব্রুয়ারি বিকেলে যৌথভাবে কবিতা মিছিল আয়োজন করে আসছেন তারা । নিজেদের অধিকার ও দাবী আদায়ের জন্য দেশের প্রত্যেক সংকটে দেশের মানুষ মিছিলে নেমেছে। ব্রিটিশ থেকে পাকিস্তান আমলে সকল আন্দোলনের প্রধান হাতিয়ার ছিল মিছিল। কিন্তু ন্যায় ও দাবি আদায়ের মিছিল এর সংস্কৃতি থেকে সাধারণ মানুষ ক্রমশ সরে আসছে। তাই কবিতাকে আশ্রয় করে প্রতিবছর অরাজনৈতিক এই মিছিল আয়োজন করেন তারা। মিছিলে স্লোগানের পাশাপাশি সাম্প্রতিক দাবি দাওয়া নিয়ে নানা ফেস্টুন শোভা পায়।