শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজলো পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বকুল দাশ, পাগলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন,জয়কলস উজানীগাঁও রশিদিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
সভায় বক্তারা আইন শৃংখলা সহ সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।