শান্তিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা সুহাইল তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, শান্তিগঞ্জ ইফা’র এমসি মাও. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।