শান্তিগঞ্জে জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের অবহিতকরণ সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় জনশুমারী ও গৃহগণনা প্রকল্প ২০২১ এর চুড়ান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুরঞ্জিত করের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা পরিসংখ্যান অফিসের শংকর কুমার দাশ প্রমুখ।