শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন উপজেলায় ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এসএম সরওয়ার কামাল, শাহ ইয়ামিন উল ইসলাম, মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম সহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।
পরিদর্শনকালে ত্রুটি পূর্ণ বাঁধ চিহ্নিত করে দ্রুত পিআইসি কমিটির লোকজনদেরকে মেরামতের জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের কর্মকর্তা বৃন্দ।
এর আগে গত শনিবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসে পানি সম্পধ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ৭ মার্চের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। কাজের গতি দ্রুত বৃদ্ধি ও কাজের তদারকির জন্য সোমবার সকাল থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের তিন জন উচ্চ পদস্থ কর্মকর্তা জেলার শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করছেন।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: শামসুদ্দোহা জানান, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ৯০ শতাংশ শেষ হয়েছে। সুনামগঞ্জে এবার ২০৩ কোটি টাকা ব্যয়ে ১০৭৮ টি প্রকল্পের মাধ্যমে ৭৩৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এই পর্যন্ত বরাদ্দ ছাড় হয়েছে ১০০ কোটি টাকা। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়া কাজ শেষ হবার নির্দেশনা আছে ২৮ ফেব্রুয়ারিতে। গত ১৫ ফেব্রুয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম কাজের অগ্রগতি দেখে মেয়াদ বর্ধিত করে ৭ মার্চ করেন।
- তাহিরপুরে ৭ই মার্চ পালিত
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত