শান্তিগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৪ জন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে বাচ্চাদের ঝগড়া কে কেন্দ্র করে হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে।
জানা যায়, রবিবার বিকালে টাইলা গ্রামের বাজারে সুধারঞ্জন দাসের বাচ্চাদের সাথে প্রতিপক্ষ সুষেন দাস ও ঝুনু দাসের বাচ্চারা একটি কুকুর নিয়ে ঝগড়া করে। এর জের ধরে রাত ৮টার দিকে টাইলা গ্রামের মৃত বিনদ দাসের ছেলে ঝুনু দাস, বিকাশ দাস, মৃত মাখন দাসের ছেলে সুষেন দাস, তার ছেলে সুবল দাস, সুবোধ দাস, বিক্রয় দাস, তার ছেলে বিউটন দাস, দীপক দাস, বিধান দাস, ঝুনু দাসের ছেলে হরি দাস, নিতাই দাস, গৌর নিতাই দাস, মৃত নুনু দাসের ছেলে বানু দাস, তার সহোদর প্রাণকৃষ্ণ দাস, বানু দাসের ছেলে স্বপন দাসের নেতৃত্বে ২০ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে টাইলা বাজার সংলগ্ন মৃত সুখময় দাসের ৪ ছেলের বাড়িঘরে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা দাড়াঁলো অস্ত্র দিয়ে সুখময় দাসের চার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে। হামলায় সুধারঞ্জন দাস (৪৬), সুজিত দাস (৪৪), পরিমল দাস (৩৫) ও সুরঞ্জিত দাস (৩০) গুরুতর আহত হন। আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত সুধারঞ্জন দাস কে রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হামলাকারী ঝুনু দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জেনে ফোনের লাইন কেটে দেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।