শান্তিগঞ্জে মতবিনিময় সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে হাওরে নানাবিধ সংকটে হাওরের মানুষ, স্থানীয় সহযোগী সংস্থা ও নাগরিকদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপমেন্ট এএলআরডির আয়োজনে শান্তিগঞ্জের যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্টের হলরুমে এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা সুজনের ডিরেক্টর নির্মল ভট্টাচার্য্য।ে এএলআরডির কর্মসূচি কর্মকর্তা আজিম হায়দারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খানম রিপা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, এনজিও সংস্থা ডব্লিউএসজেএসের নির্বাহী পরিচালক এন্দ্রো সলেমর, পদ্ধার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, আরডিএস সুনামগঞ্জের নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, চলন্তিকা ডেভেলপমেন্ট সোসাইটি সুনামগঞ্জের চেয়ারম্যান জোৎস্না আক্রার, হাওর বাঁচাও আন্দোলনের কো-অর্ডিনেটর ওবায়দুল হক মিলন, স্মৃতি যুব কল্যাণ সংস্থা সুনামগঞ্জের নির্বাহী পরিচালক তৃষ্ণা আক্তার রোশনা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।