- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://sunamganjerkhobor.com -

শান্তিগঞ্জে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৯ প্রার্থী

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৯ প্রার্থী। তাদের মধ্যে ১ জন চেয়ারম্যান ও ৮ জন সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সংরক্ষিত মহিলা আসনে কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, শিমুলবাঁক ইউনিয়নের একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন সাগর রানা চৌধুরী। তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে পাথারিয়া, জয়কলস ও দরগাপাশায় যথাক্রমে ২, ৩ ও ৩ জন করে মোট ৮জন সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র প্র্যাহার করেছেন।
এর আগে ৪৪জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। ৮ ইউনিয়নে এখন নির্বাচনে লড়বেন ৪৩ জন। সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের পর ৩৪৩ জন মেম্বার পদে নির্বাচন করবেন। মহিলা মেম্বারপদে ৯৫ জন লড়বেন ২৮ তারিখের নির্বাচনে।

  • [১]