শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ এতিম পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের সুনামগঞ্জ জেলা প্রজেক্ট অফিসার মো. ছামছুল আলম, ইসলামিক রিলিফের কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল হামিদ, মো. আবু বক্কর সিদ্দিক, মোছা. রাজিয়া সুলতানা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।
- জেলা উদীচীর প্রতিবাদ সমাবেশ
- বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মুশফিকের