শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে রুরাল ডেভেলপমেন্ট হেলথ্ সেন্টারের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর উপজেলার পশ্চিম পাগলায় রুরাল ডেভেলপমেন্ট হেলথ্ সেন্টারে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, পাগলা রায়পুর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমিন ও মুসলিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সালেহ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট হেলথ্ সেন্টারের পরিচালক মো. রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান ও সংবাদকর্মী নাহিদ আহমেদ।
- ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৮ হাজার
- জামালগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আটক