শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনবেগ এলাকা থেকে ১০ কেজি গাঁজা সহ ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিএনজি গাড়ি যোগে গাঁজা পরিবহনকালে অভিযান পরিচালনা করে এক ব্যক্তি কে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। চালকের সিটের নিচ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক সিএনজি গাড়ী চালক শান্তিগঞ্জ উপজেলা পাগলা ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ছালিম মিয়া (৪০)। শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তপন কান্তি দাস বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মাদক উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা এলাকায় প্রতিদিন অভিযান পরিচালনা চলমান রয়েছে।
- শ্রমিক নেতা প্রতাব উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- বিভিন্ন উপজেলায় ভোক্তা অধিকার দিবস পালন