শান্তিগঞ্জ অফিস
গৃহ নির্মাণ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ১৪টি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের মানিকপুরের বিক্রম শর্মা, কাইক্কারপাড়ের কাচা মিয়া, হাসিনা বেগম, লতিব আহমদ, পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপষী গ্রামের সমরাজ মিয়া, নুরবি, জুয়েল আহমদ, গেদুল মিয়ার জন্য সদ্য নির্মিত বসতঘরগুলো হস্তান্তর করেন সেবা ফাউন্ডেশন ইউকের সিইও লন্ডন প্রবাসী তমরুজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ শাখার ম্যানেজিং ডিরেক্টর আফজাল হোসেন, ডেপুটি ডিরেক্টর শিপন আহমেদ রিজন, সুমন আহমেদ অপু, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সেবা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ শাখার সিনিয়র সদস্য বাবুল মিয়া, জুমরাদ আহমেদ মতি,রুমন আহমেদ প্রমুখ।
সেবা ফাউন্ডেশন ইউকের সিইও লন্ডন প্রবাসী তমরুজ মিয়া বলেন, বন্যায় সুনামগঞ্জ সিলেট সহ কয়েকটি জেলার মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সময় আমি সহ সেবা ফাউন্ডেশন ইউকের সদস্যরা দেশে এসে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। শীতের সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছি। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে বসতঘর নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতেও সেবা ফাউন্ডেশন ইউকে বৃহত্তর সিলেট বিভাগ সহ দেশবাসীর আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।
- জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন
- তাহিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ