শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও মহাসিং নদীতে বিপুল পরিমাণ অবৈধ কোনা জাল জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।
অভিযানে হাওরে মা মাছের বংশ নিধনকারী আনুমানিক ৪ হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়। পরে সদরপুর ব্রীজের পাড়ে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, দেখার হাওর ও মহাসিং নদীতে অভিযান চালিয়ে অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে, তাদের আইনের আওতায় আনা হবে, কোন ছাড় দেওয়া হবে না।
- সম্মানি ভাতা বৃদ্ধি ও রেশন কার্ড চালুর দাবি
- তাহিরপুরে রক্ষা পেল শতবর্ষী ৫৫টি গাছ