স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শান্তিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ এমপি।
বুধবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশরফ উদ্দিন মশির’র সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সামসুল আরফিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, হাওর পাড়ের গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে, শিক্ষার্থীদের পড়াশুনার কথা চিন্তা করে শান্তিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ করে দিয়েছি। আমার নির্বাচনী এলাকায় ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৫ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করে দিয়েছি। এসময় বক্তব্যে তিনি রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সহ অন্যান্য উন্নয়নের চিত্র তুলে ধরেন। আলোচনা শেষে শান্তিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ।
- বিভিন্ন উপজেলায় মানবজমিনের রজতজয়ন্তী উৎসব
- পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার আজ ৮১তম জন্মবার্ষিকী