শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/নদী খাল পুনখনন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হল রমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে এবং এসও মাহবুবু আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনু রহমান শাহীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি তহুর আলী, উপজেলা পাউবো কমিটির সদস্য জিএম সাজ্জাদুর রহমান, তমিজ আলী, সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।
- ধান কেনার বরাদ্দ বাড়ানোর দাবি
- বিজিবি’র অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ