শিক্ষকদের মদপানে সহযোগিত/া চাকুরী গেল পাহারাদারের

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে মদপানে সহযোগিতা করায় বাজারের পাহারাদারকে চাকুরীচ্যুত করা হয়েছে।
তাহিরপুর বাজার বনিক সমিতির সহ সভাপতি হার্ডওয়্যার ব্যবসায়ী আশরাফ উদ্দিন রাজু জানান, প্রায়ই তাহিরপুর উপজেলা চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপেশ দেবনাথ ও সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে তাহিরপুর বাজার বনিক সমিতির অফিস ঘরে বসে বাতি অফ করে মদ্যপান করেন। মদ্যপানে তাদের সহযোগিতা করেন বাজারের পাহারাদার আকরাম আলী। অনেক সময় তাদের ৫/৬ জনকে একসাথে বসতেও দেখা যায়। বিষয়টি সমিতির অফিস ঘরের আশপাশের ব্যবসায়ীরা জানতে পেরে শনিবার রাতে আমাকে অবহিত করে। আমি বিষয়টি সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলীকে অবহিত করি। পরে সাধারণ সম্পাদক এরশাদ আলীর নির্দেশে তাদের ঘরে রেখে মদ্যপ অবস্থায় তালাবদ্ধ করা হয়। পরে বাজারের ব্যবসায়ী ও শিক্ষকদের সুপারিশে তালা খুলে দেয়া হলে শিক্ষকবৃন্দ বেরিয়ে যান। স্থানীয়দের অনুরোধে জন্য থানায় অভিযোগ করিনি।
তিনি আরও জানান, প্রতিদিন তারা পাহারাদারকে একশত টাকা দিতো। এ ঘটনায় রাতেই সর্বসম্মতিক্রমে বনিক সমিতির নিয়োগকৃত বাজার পাহাড়াদার আকরাম আলীকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে বলেন, সমিতির অফিস ঘরে বসে আমরা গল্প করেছিলাম। মদ খাওয়ার বিষয়টি সঠিক নয়।
তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ তওফিক বলেন, বনিক সমিতির অফিস ঘর থেকে তালা খুলে দুই শিক্ষককে বের করে দেয়ার সময় আমিও ছিলাম। বিষয়টি শিক্ষকদের জন্য খুবই নিন্দনীয় হয়েছে।
তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, বনিক সমিতির অফিস ঘরে বসে দুই শিক্ষক মদপান করছিলেন। পরে অফিসঘরে তালা দেয়ার জন্য তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী আশরাফ উদ্দিনকে নির্দেশ দেন এবং পাহারাদার আকরাম আলীকে চাকুরীচ্যুত করেন।