শিক্ষকের উপর দুবৃর্ত্তদের হামলা

স্টাফ রিপোর্টার
পূর্ব বিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলার পুরান লক্ষণশ্রী গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার ও তার ভাই রেজাউর রহমান তালুকদারের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে পৌর শহর থেকে হবতপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে একটি রাইস মিলের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় রেজাউর রহমানের মাথা, কপাল সহ বিভিন্ন জায়গা ফেটে যায়। গুরুতর আহত হয়ে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় ছয় জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার প্রধান শিক্ষকের বড় ভাই রেজাউর রহমান।
জানা যায়, জমি—জমা নিয়ে হবতপুর গ্রামের মকছুদ আলী, তার ছেলে জিয়াউর রহমান সহ আরও কয়েকজনের সাথে প্রধান শিক্ষক আতাউর রহমানের দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিলো। গত শুক্রবার আতাউর রহমান ও তার সহোদর রেজাউর রহমান মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের পথরোধ করে তাদের উপর হামলা করা হয়। হামলায় আতাউর রহমানের ভাই রেজাউর রহমান বেশি আহত হন। তাদের চিৎকার শুনে গ্রামের মানুষ এসে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আতাউর রহমান তালুকদার বলেন, আমাদের সাথে পূর্ব বিরোধ অনেক আগে থেকেই। এর জের ধরে পূর্ব পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভোগছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, প্রধান শিক্ষক আহত হননি, তার ভাই আহত হয়েছেন। তারা লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।