সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার কে পিটিয়ে হত্যা এবং নড়াইল সদর উপজেলার মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কে হেনস্তা ও লাঞ্চিত করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের উদ্যোগে বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী সভাপতিত্বে এবং ভীমখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন’র পরিচালনায়
সমাবেশে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিধান ভূষণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান।
এছাড়া এসময় বক্তব্য রাখেন প্রভাষক মনোব্রত চক্রবর্তী, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূইয়া, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হক, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার তালুকদার, হাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিন্ধু ভূষণ তালুকদার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র তালুকদার।
প্রেসবিজ্ঞপ্তি
- বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
- জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন