স্টাফ রিপোর্টার
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ শ্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকা-ের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মহড়ায় শিক্ষার্থীদের অগ্নিকান্ডের ঘটনা কিভাবে মোকাবেলা করতে হবে তা দেখানো ও শেখানো হয়। অগ্নিকা-ের পাশাপাশি ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে মৌখিক ও শারীরিক প্রদর্শনী করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। শিক্ষার্থীরা স্বত:স্ফূর্ত ভাবে মহড়ায় অংশ নেয়।
ভূমিকম্প ও অগ্নিকা-ের মহড়ার পর আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন আলমগীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ সহকারী পরিচালক নিউটন দাস তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন আলমগীর বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার্থী প্রয়োজন। আজকের এই মহড়ার আমাদের শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবেলায় স্মার্ট হবে। যে কোনো দুর্যোগে তারা এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াবে।
- কাজে আসছে না নয়াগাঁও যাত্রী ছাউনি
- জগন্নাথপুরে বেইলি সেতুর পাটাতন খুলে যান চলাচল বন্ধ, ভোগান্তি