শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে-নুরুল হুদা মুকুট

স্টাফ রিপোর্টার
শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে। দেশকে এগিয়ে নিতে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
ফারিহা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতা এবং মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
স্বাগত বক্তব্য রাখেন ফারিহা একাডেমি’র প্রিন্সিপাল জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিহা একাডেমি’র সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র। সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আলোচনা সভার আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।