শীঘ্রই সাচনা-জামালগঞ্জ ব্রীজের টেন্ডার হবে এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি
উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল মানববন্ধন করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। শীঘ্রই সাচনা—জামালগঞ্জ ব্রীজের টেন্ডার হবে। সুনামগঞ্জ—নেত্রকোনা উড়াল সড়কের জন্য অনেকে সাদরে তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু লোক আছে দলের খেয়ে, দলের পড়ে, দলের বিরোধিতা করে। তাদের প্রতি সতর্ক থাকবেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদেরকে হারাতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য সম্ভুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, দিজেন্দ্র লাল দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রাজ্জাক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজামান, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ প্রমুখ।
সভা শেষে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কতৃর্ক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।