শীতবস্ত্র বিতরণ

‘উষ্ণ হউক সব শীতার্ত হৃদয়’ শ্লোগান-কে সামনে রেখে হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ। সোমবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা হল রুমে বিতরণ করেন কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সহ সভাপতি আবল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন,সিনিয়র সদস্য অমি দাস গুপ্ত, মো. লুৎফুর রহমান, রোহিত, রবিন, ফাহিম প্রমুখ।