শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা স্টেডিয়ামে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সহকারী কমিশনার আর্নিকা আক্তার’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী সহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
১২ টি উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৩২’টি ইভেন্ট্সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ছিল বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার স্প্রিন্ট। ছিল,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্যা নিক্ষেপ এবং রিলে।
শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদসহ পুরস্কার প্রদান করা হয়।