শেষ হলো ৩ দিনব্যাপী যুব গেমস

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে ৩ দিনব্যাপী ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে। শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামে যুব গেমসের আয়োজন করা হয়েছে। শেখ কামাল ছিলেন যুবকদের অহংকার। তিনি খেলাধুলা ভালবাসতেন। তারই স্মৃতিচারণে যুবদের নিয়ে এই গেমস এর আয়োজন। জেলা পর্যায়ের বিজয়ীরা যেন পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সম্মান বয়ে আনতে পারে এই প্রত্যাশা করি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩ দিনব্যাপী যুব গেমসে এ্যাথলেট্রিক্স, দাবা, ক্যারাটে, ব্যাডমিন্টন, সাঁতার, হ্যান্ডবল, টেবিল টেনিস, কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।