স্টাফ রিপোর্টার
নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য এবং স্থানীয় ও দেশ বরেণ্য শিল্পীদের গানের মধ্যে দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতিপ্রেমী দর্শকের পদচারণায় মুখরিত ছিল জেলা শিল্পকলা একাডেমি। বিভিন্ন বয়সী মানুষ দলবেঁধে উৎসব উপভোগ করেন। উৎসব উপলক্ষে আলপনায় সাজানো হয় শিল্পকলা একাডেমি চত্বর।
৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার। শেষ দিন রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর থিয়েটার মুরারিচাঁদ মঞ্চস্থ করে নাটক ‘পুতুলমানুষ’। যার রচনা ও নির্দেশনায় ছিলেন উজ্জ্বল সিংহ।
নাটকের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কবি রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ রুহুল আমিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শামছুল আবেদীন, জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদ, সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাছ, অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে থিয়েটার সুনামগঞ্জ, থিয়েটার একুশ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী পাগল হাসান।
এর আগে উৎসবের প্রথম দিন সুফি সুফিয়ানের রচনা ও আব্দুল্লাহ আশরাফ নির্দেশনায় রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার পরিবেশন করে নাটক ‘ব্যাঙ’। দ্বিতীয় দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘শাস্তি’ মঞ্চস্থ হয়।
বিভিন্ন পরিবেশনা নিয়ে উৎসবে অংশগ্রহণ করে বন্ধন থিয়েটার, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, স্পন্দন শিশু সংগঠন ও সাংস্কৃতিক সংস্থা, শতদল শিল্পীগোষ্ঠী, স্বপ্নাদর্শ, উদীচী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার, সুরালোক সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, নৃত্যাঙ্গন। এছাড়াও মঞ্চ মাতিয়ে রাখেন চ্যানেল আই সেরা কণ্ঠের মোহন রায়, মুবিন আহমেদ আরটিভির বাংলার গায়েন (সিজন ২) এর চ্যাম্পিয়ন বাঁধন মোদক, ফোক যুবরাজ আশিকুর রহমান আশিক।
- গুইরা খাল শুকিয়ে মৎস্য নিধন হুমকির মুখে সেতু
- ছাতকে এক পরিবারকে ছাগল প্রদান