শোক সংবাদ : বীর মুক্তিযোদ্ধা বিনোদ বিহারী বৈষ্ণব

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিনোদ বিহারী বৈষ্ণব চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার ভোর ৪ টা ৫১ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বেশ কয়েক বছর যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সজীব হালদার সহ কয়েকজন পুলিশ সদস্য , বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধানগন গণমাধ্যমকর্মীসহ এলাকার গল্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কান্দখলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।