সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাজিব রায়’র মাতা সঞ্চিতা রায় (৮৬) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ সহ সকল পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সঞ্চিতা রায়’র এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষক সমিতি (বাকবিশিস)।
বুধবার এক বিবৃতিতে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার, সহ সভাপতি প্রভাষক মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মাহমুদ সুলতান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রভাষক এমএমএ ফাত্তাহ্ চৌধুরী ফয়সল, সদস্য প্রভাষক হিমাদ্রী শংকর তালুকদার, প্রভাষক নূর হোসেন, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক মো. আবু তাহের রানা, প্রভাষক মুকুল চন্দ্র দাশ ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার) স্বপন রায় প্রমুখ তাঁর সঞ্চিত রায়’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাজিব রায়’র মাতা সঞ্চিতা রায় (৮৬) গত সোমবার রাত ৮.২০ মিনিটে বার্ধক্যজনিক কারণে পৌর শহরের হাছননগরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ‘এই ক্ষতি কোনো পার্সেন্টেজে পড়ে না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী
- শান্তিগঞ্জ থানায় নতুন ওসি মো. খালেদ চৌধুরী