শোক সংবাদ

ফটিকচান বিবি
জাতীয় গণতান্তিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আইনুল ইসলামের মা মল্লিকপুর নিবাসী ফটিকচান বিবি বার্ধক্যজনিত কারণে শনিবার রাত ১১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফটিকচান বিবির মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, সুনামগ্ঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন সংঘ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু ও যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, হোটেল—রেস্টুরেন্ট— মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিলু মিয়া ও সাধারণ সম্পাদক পিন্টু দাস, স—মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া, হকার্স শ্রমিক সংঘ’র সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, নির্মাণ শ্রমিক রাজু মন্ডল, ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ ও সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তি