স্টাফ রিপোর্টার
শ্রীমন্মহাপ্রভুর ৫৩৮তম শুভ আবির্ভাব তিথি ও শ্রীশ্রী রাধাগোবিন্দের শুভ দোলযাত্রা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হচ্ছে আগামী ৬ মার্চ সোমবার। সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে ঐ দিন সকাল ৮টায় শ্রীমদ্ভগবদ্গীতা পরায়ন, বিকাল ৪টায় পাঠ কীর্ত্তন পরিবেশ করবেন শ্রী দিলীপ দাস। বিকাল সাড়ে ৪টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করবেন গীতা প্রজ্ঞাতীর্থ শ্রীযুক্ত দীপক রঞ্জন দাশ, সন্ধ্যা ৭টায় আরতি কীর্ত্তন, রত ৮টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তনের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ভোর সাড়ে ৪টায় প্রভাতী কীর্ত্তন ও মঙ্গলারতি।
৭ মার্চ মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের শুভ সূচনা। শ্রীশ্রী হরিনাম ও লীলাসংকীর্ত্তন পরিবেশনায় শ্রী রমেন্দ্র নারায়ণ দাস (অতীন্দ্র), শ্রী সন্ত ধর সানি, শ্রী সুমন দাস, শ্রী বাবুল রঞ্জন দাস। সকাল ৯টা ২৩ মিনিট ১১ সেকেন্ডে রাধাগোবিন্দের পূজাঅর্চনা, দোলায় রাধাগোবিন্দ স্থাপন ও আবির পুষ্পাঞ্জলী, দুপুর ১২টায় ভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ২টায় মহাপ্রসাদ আস্বাদন।
৮ মার্চ বুধবার সকাল ৮টায় দধিভান্ড ভঞ্জনক্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন যজ্ঞ সমাপন এবং মহাপ্রসাদ বিতরণ। সকাল ১০টায় দোল পূর্ণিমার আবির খেলা।
মহোৎসবে সকল গৌরভক্তগণকে সপরিবারে অংশগ্রহণ করার আমন্ত্রন জানিয়েছেন শ্রীগৌরগোপাল গোস্বামী ও শ্রীকৃষ্ণগোপাল গোস্বামী।
- শ্যামহাট আশ্রমে মহামহোৎসব শুরু আজ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল/ বিপর্যয়ের দায় কার?