স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্ম-মহোৎসব পালিত হয়েছে। জন্ম-উৎসব উপলক্ষে দু দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে সৎসঙ্গ সুনামগঞ্জ শাখা।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার ধর্মগ্রন্থ পাঠ, নৃত্য, ভক্তিমূলক গান, কুইজ ও রচনা প্রতিযোগিতা সহ নানান কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভা, মাতৃসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ সভাপতি নুরুল হুদা মুকুট।
সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি কুঞ্জ বিহারি আদিত্যর সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব, ভারতের পবিত্র দাস যাজক, জয়ন্ত দেবনাথ যাজক, অমিয় মৃধা যাজক। এর আগের দিন কুইজ ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। মাতৃসভার প্রধান আলোচক ছিলেন পাহাড়পুর আদর্শ কলেজ, আজমিরীগঞ্জের প্রভাষক সুইটি রাণী শীল। উৎসব বাস্তবায়নের সার্বিক দায়িত্বে ছিলেন সৎসঙ্গ সুনামগঞ্জ জেলার সভাপতি অরুণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক হরিপদ রায়।
- এলাহী মঞ্জুর চৌধুরী মৃত্যুবার্ষিকী আজ
- ছাতকে প্রবাসী দম্পত্তিকে সংবর্ধনা