স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ আত্মকর্মীদের সম্মাননা ও নগদ অর্থ সহায়তা প্রদান উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডি সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মুর্শেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে হাওর এলাকার প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা পাচ্ছে। হাওর এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুবক—যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা হচ্ছে।
জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম’র সভাপতিত্বে ও হিলিপ প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান খান’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিলিপ প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক, হিলিপের সুনামগঞ্জ জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান খান।
এসময় হিলিপ প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার সফল আত্মকর্মীরা তাদের সফলতার গল্প তুলে ধরেন।
কর্মশালা শেষে ১৩১ জন সফল আত্মকর্মীদের সম্মাননা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
- নিউহ্যাম সিটি কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী স্পীকার নবীগঞ্জের রহিমা রহমান
- প্রবাসীর দোকান দখলের চেষ্টা প্রতিহত করলেন এলাকাবাসী