স্টাফ রিপোর্টার
সারা দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের রমিজ বিপণির কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট।
আওয়ামী লীগ নেতা অ্যাড. বিমান কান্তি রায়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, অনুপ রায়, তৈয়বুর রহমান, হোসেন আলী, যুবলীগ নেতা কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, সোহেল আহমদ প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, আমরা সরকার দলে আছি, শান্তি ভঙ্গ করতে চাই না। কিছু দিন আগে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারা হুমকি দিয়েছিল। বিএনপিকে জবাব দিতে আওয়ামী লীগ লাগবে না ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগই যথেষ্ট।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে জামাত-বিএনপি ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছেন। সেখানে নৌকার জয়কে ঠেকাতে পারেন নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে দিবেন না। বিদেশে যখন গেছেন- হাওয়া ভবন থেকে ভালো কিছু শিক্ষা নেবেন, সাধারণ মানুষ সেটাই আশা করেন। হরতাল দেবেন, জ্বালাও পোড়াও করবেন, সাধারণ মানুষের সন্তানেরা স্কুল-কলেজে যেতে পারবে না, সেটা আমরা মেনে নেব না। দেশের মানুষকে হরতালের ভয় দেখাবেন না।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আসবেন, আসতেই হবে। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে।
সমাবেশের আগে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মীগণ মিছিল করে রমিজ বিপণির কার্যালয়ের সামনে জড়ো হন।
- দোয়ারাবাজারকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে
- সরকারের পতন হতেই হবে- মোহাম্মদ শাহজাহান