সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর হাফি.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা সভাপতি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা তফাজ্জুল হক আজীজ, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি মাওলানা শামছুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব কে সভাপতি, মাওলানা রমজান হোসাইন কে পুনরায় সাধারণ সম্পাদক ও মাওলানা ফয়জুননূর ফয়েজকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- সুনামগঞ্জ পৌর কৃষক লীগের কমিটি বিলুপ্ত
- উপ্তিরপাড় গ্রামে সংঘর্ষ / সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪