স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাওর রক্ষা বাঁধের কাজ সময়মত শুরু না করায় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবিতে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া, সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, কৃষক প্রতিনিধি হোসেন আলী, হাবিজ আলী প্রমুখ।
বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে হাওরের সকল বেরীবাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
- বাঁধের কাজ শুরু না হওয়ায় জগন্নাথপুরে মানববন্ধন