সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম পর্বে সূযোর্দয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনপূর্বক অর্ধনমিত রাখা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়ালিকার মোড়ত উন্মোচন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মনসুর রহমান খাঁন, সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন, এ.কে.এম আজাদ মিয়া, ঝলক রঞ্জন তালুকদার, সুরচিতা দাস।
প্রেসবিজ্ঞপ্তি
- শহিদ দিবসে বিয়াম ল্যাবরেটরী স্কুলের নানা আয়োজন
- সুনামগঞ্জে দি অপটিমিস্টস্ এর শিক্ষাবৃত্তি বিতরণ